শিরোনাম
নোয়াখালী, ১৫ অক্টোবর, (বাসস):বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে জেলায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশ, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি কোরিয়া ও কোইকার এর সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
র্যালিটি নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়।
এসময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা, জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, ইসরাস নাসিমা হাবীব সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ‘পরিষ্কার হাত, নিরাপদ জীবন’, ‘সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস’ প্রতিপাদ্যে এবার দিবসটি পালিত হচ্ছে। এর মাধ্যমে জানানো হয়েছে, গ্লাভস বা অন্য কোনো সুরক্ষা উপকরণ হাত ধোয়ার বিকল্প নয়, বরং হাত পরিচ্ছন্নতাই সংক্রমণ প্রতিরোধের মূল চাবিকাঠি।