বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ১৩:৪৬

সাদাছড়ি দিবসে নোয়াখালীতে র‌্যালি ও সভা

বিশ্ব সাদাছড়ি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। ছবি: বাসস

নোয়াখালী, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন' প্রতিপাদ্যে নোয়াখালীতে উদযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।

দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাফায়েত হোসেন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাশেম, সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পপি কুণ্ডু, সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, নোয়াখালী কোস্টাল কেয়ার (এনসিসি) সাধারণ সম্পাদক এ এস এম নাসিমসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের কোনো ভাবেই উপেক্ষা করা যাবে না। তথ্য প্রযুক্তির যুগে এ শ্রেণির জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর। তাদের স্বাবলম্বী করে কাঙ্ক্ষিত জনশক্তিতে পরিণত করে জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হিসেবে গড়ে তুলতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আলোচনা সভা শেষে উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।