বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ১৩:০৭
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৩:১৭

কুমিল্লায় বিশ্ব সাদাছড়ি দিবস পালিত

বিশ্ব সাদা ছড়ি দিবসে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  ছবি: বাসস

কুমিল্লা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে থাকে।

‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ প্রতিপাদ্যে কুমিল্লায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী। এ সময় বক্তব্য দেন প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালন মাহমুদা আক্তার, সচেতন নাগরিক কমিটির সদস্য আইরিন মুক্তা অধিকারি, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা আমিন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম বলেন, সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে। আল্লাহ সবাইকে এগিয়ে রেখেছেন। যে শিশু পড়ায় কম মনেযোগী সে খেলায় ভালো। কারো ডান হাত কম কাজ করে, তার বামহাত ঠিকঠাক কাজ করে। যারা সাদাছড়ি ব্যবহার করেন, তাদের প্রজ্ঞায় তারা বিশ্বকে মনের অন্তরে দেখেন। এখন আর কেউ পিছিয়ে নেই। আমরা সবাইকে নিয়ে সামনে যেতে হবে। সরকার আপনাদের জন্য কাজ করছেন। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।

আলোচনন সভা শেষে ৩৬জন দৃষ্টিপ্রতিবন্ধীর মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।

প্রসঙ্গত, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচলের প্রতীক হিসেবে ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রে সাদাছড়ি ব্যবহারের প্রচলন শুরু হয়। পরবর্তীতে ১৯৬৪ সালে মার্কিন কংগ্রেসে একটি আইন পাসের মাধ্যমে প্রতি বছরের ১৫ অক্টোবর সাদাছড়ি নিরাপত্তা দিবস পালনের সিদ্ধান্ত হয়।