বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ১২:৪৬

নওগাঁর বিভিন্ন এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ বিএনপি’র

জেলা বিএনপি’র আয়োজনে শহরের বিভিন্ন এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। ছবি: বাসস

নওগাঁ, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : নওগাঁ জেলা বিএনপি’র আয়োজনে শহরের বিভিন্ন এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁ জেলা বিএনপি’র আয়োজনে গতকাল শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।

নওগাঁ জেলা বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর নেতৃত্বে নওগাঁ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর-ই আলম মিঠু ও খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ ও নওগাঁ পৌর সভাপতি ডা. মিজানুর রহমান। 

এছাড়াও লিফলেট বিতরণে অংশ নেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মানিকসহ বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।