বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ১২:০৬
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১২:১৮

দীঘিনালার দিব্য রাজ কানন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন

দীঘিনালার দিব্য রাজ কানন বৌদ্ধ বিহারে প্রথমবারের মত শুভ দানোত্তম কঠিন চীবর দান উদযাপন  । ছবি: বাসস

খাগড়াছড়ি,  ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার দীঘিনালার দিব্য রাজ কানন বৌদ্ধ বিহারে প্রথমবারের মত শুভ দানোত্তম কঠিন চীবর দান উদযাপন ও মহাস্থবির বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে আজ সকালে খাগড়াছড়ির দীঘিনালার দিব্যরাজ কানন বৌদ্ধ বিহারের বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা দলে দলে যোগদান করেন। তারা জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও পঞ্চশীল গ্রহণ করেন। পরে  তারা বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে চীবর দান, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিখা দান, কল্পতরু বৃক্ষ দান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দানসহ নানাবিধ দান ও স্বধর্ম দেশনা শ্রবণ করেন।

এ অনুষ্ঠানে  কঠিন চীবর দানের পাশাপাশি মূল আকর্ষণ ছিল ধাম্মানন্দ স্থবির ভান্তেকে মহাস্থবির হিসেবে বরণ করা। এ সময় উপস্থিত বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা ধাম্মানন্দ স্থবির ভান্তেকে মহাস্থবির হিসেবে বরণ করেন। মহাস্থবির মূলত যারা ভিক্ষু অবস্থায় ২০ টি বর্ষাবাস বা ২০ বছর অতিবাহিত করেছেন তাদের মহাস্থবির হিসেবে বরণ করা হয়। পরে বৌদ্ধ ভিক্ষুরা তাদের ধর্মীয় আচারদি পালনের জন্য উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন।  

অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন কবাখালী মৈত্রী বৌদ্ধ বিহারের বিধ্যাক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির ভান্তে, দিব্যরাজ কানন বৌদ্ধ বিহারের বিহারধ্যাক্ষ সুমেধালংকার মহাস্থবির ভান্তে এবং বিনন্দ চুগ ভাবনা কুটিরের মনি পাল মহস্থবির ভান্তে।  

এ সময় বিশ্বের শান্তি ও সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।