শিরোনাম
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ভারতীয় প্রতারকের বিয়ের প্রলোভনে পাচারকালে সুনামগঞ্জের তরুণীকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করছে র্যাব-৯।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি-৩, সুনামগঞ্জের একটি যৌথ আভিযানিক দল আজ ১৪ অক্টোবর ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানার ঘাটিয়ারা এলাকার “হোটেল থ্রী স্টার আবাসিক” হোটেলের ৫০৭ নম্বর রুমে অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করে।
র্যাব জানায়, ভারতের আসাম রাজ্যের রেজাউল করিমের সাথে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর থানার তাছনিম জাহান আলোর (২০) সোস্যাল মিডিয়ার মাধ্যমে দীর্ঘদিন যোগাযোগ করে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
একপর্যায়ে প্রতারক ও মানবপাচারকারী জনৈক রেজাউল করিম কৌশলে মিথ্যা বিবাহের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে ভিকটিমের নিজ এলাকা থেকে গত ১৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসেন।
ভিকটিম নিখোঁজ হওয়ার পর তার বড় ভাই বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমকে উদ্ধার ও আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। উদ্ধাকৃত ভিকটিমকে তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।