বাসস
  ১৪ অক্টোবর ২০২৫, ১৪:২১

বরিশালে বিশ্ব মান দিবস পালন

বিশ্ব মান দিবসে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয় । ছবি: বাসস

বরিশাল, ১৪ অক্টোবর, ২০২৫(বাসস) : ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় বিশ্ব মান দিবস পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জেলার এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ মো. মঞ্জুর মোর্শেদ আলম, উপ-পুলিশ কমিশনার জেলা মেট্রোপলিটন পুলিশ মো. শরফুদ্দিন ও জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।

সভায় বিএসটিআই ও মেট্রোলজি বিভাগের প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য মান রক্ষা ও মানসম্পন্ন পণ্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা পণ্যের মান নিশ্চিত করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।