শিরোনাম
সিরাজগঞ্জে, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ উৎসব,ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
আজ মঙ্গলবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ সালের এই উৎস ও প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ)মো. শাহাদাত হুসেইন।
জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক ফারুক আহমেদ,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আবুল হাশেম ও জেলা প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম ফ্রুট সহ আরও অনেকে।
সিরাজগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৪৩ জন,বাগবাটি রাজিব পুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১৫ জন,সদরের শ্রবণ ও বাক প্রতিবন্ধী বিদ্যালয়ের ১২ জন ও মিরপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের ১০ জন মোট ৮০ জন শিক্ষার্থী ছেলে মেয়েরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন খেলাধূলা ছাড়াও শিশুরা যেমন খুশী তেমন সাজো,কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে।
পরে বিজয়ীদের সহ অংশগ্রহণকারী সকল অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।