শিরোনাম
দিনাজপুর, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার খানসামা উপজেলায় র্যাব সদস্যদের অভিযানে একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
এতে বলা হয়, গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভেরভেরি ইউনিয়নের শাহপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ৯ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, নায়েব সুবেদার মো. ইউনুস আলীর নেতৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের শাহপাড়া গ্রামের মো. তছির উদ্দিনের পুত্র মো. আব্দুল মাজেদ (৫০) এবং জেলার বীরগঞ্জ উপজেলার ভোগডোমা গ্রামের শেখ বরকত আলীর পুত্র মো. আলী আজম (৬৫) কে কষ্টি পাথরের মূর্তি পাচার করার প্রস্তুতি গ্রহণের অভিযোগে আটক করা হয়েছে।
সূত্র জানায়, দিনাজপুরের খানসামা উপজেলার শাহপাড়ার আব্দুল মাজেদ এর রান্নাঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। মূর্তির দৈর্ঘ্য ২০ দশমিক ৪ ইঞ্চি, প্রস্থ ৯ দশমিক ২ ইঞ্চি। এটি কষ্টি পাথরের মূর্তি। মূর্তির পাদদেশে ৪টি ছোট মূর্তি, পাশে ভক্ত সদৃশ দুটি মূর্তি এবং উপরে খোদাই করা নকশা রয়েছে। কিছু অংশ ভাঙা ও ঘষামাজা অবস্থায় পাওয়া গেছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে একটি পাচার চক্রের সাথে যুক্ত। তারা এই মূর্তিটি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের চেষ্টা করছিল।
খানসামা থানার ওসি পরিদর্শক মো. নাজমুল হক জানান, র্যাব সদস্যরা কষ্টি পাথরের মূল্যবান মূর্তিসহ গ্রেফতার করে দুই জনকে গতরাত সাড়ে ১২ টায় থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় র্যাব সদস্যদের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে আজ মঙ্গলবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
তিনি জানান, উদ্ধারকৃত মূর্তিটি প্রাচীন কষ্টি পাথরের তৈরি বিষ্ণু মূর্তি বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হয়েছে। আজ মঙ্গলবার উদ্ধারকৃত মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞ দল পরীক্ষা করে নিশ্চিত করবেন।
র্যাব জানায়, মূর্তিটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দিনাজপুর ঐতিহাসিক কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে সরকারি হেফাজতে রাখা যেতে পারে।