বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ১৬:০৭

ময়মনসিংহে বাস চলাচল স্বাভাবিক

ময়মনসিংহে বাস চলাচল শুরু। ছবি: বাসস

ময়মনসিংহ, ১৩ অক্টোবর, ২০২৫, (বাসস) : জেলায় গতকাল রাত সাড়ে ৮টায় বাস ধর্মঘট প্রত্যাহারের পর আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা থেকে ঢাকাসহ সব রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের উদ্যোগে পরিবহন মালিক-শ্রমিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক শেষে জনভোগান্তি বিবেচনায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ দুপুরে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ইউনাইটেড, শৌখিনসহ বিভিন্ন পরিবহনের বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের যাত্রী আবুল কাশেম বলেন, গত কয়েক দিন ঢাকায় যাওয়া সম্ভব হয়নি। এটা আমাদের জন্য দুর্ভোগ ছিল। এখন যাতায়াত স্বাভাবিক হওয়ায় স্বস্তি লাগছে।’

এছাড়া নগরীর শম্ভুগঞ্জ এলাকা থেকে কিশোরগঞ্জ, নেত্রকোণা ও শেরপুরগামী বাসগুলোও স্বাভাবিকভাবে যাত্রী পরিবহন করছে। ঢাকা থেকেও বিভিন্ন পরিবহনের গাড়ি যাত্রী নিয়ে ময়মনসিংহে পৌঁছেছে।

কয়েকদিনের দুর্ভোগের পর গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। একইসঙ্গে পুনরায় কাজে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করেছেন পরিবহন শ্রমিকরাও।

জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, আজ সকাল থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ধর্মঘটের পেছনের বিদ্যমান সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আলোচনা সাপেক্ষে সব ইস্যু মীমাংসা করা হবে।

জেলা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘আজ  সকাল থেকেই বাস চলাচল শুরু হয়েছে। পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, কোথাও কোনো সমস্যা নেই।’