বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ১৪:৪৬

দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া

দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফেনীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ফেনী, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফেনীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যে এসব আয়োজন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফায়ার সার্ভিস ফেনীর উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুব আলম।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সমন্বিত উদ্যোগ ছিল বলে ২০২৪ এর দুর্যোগ মোকাবিলা সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসলে যে কোনো দুর্যোগ মোকাবিলা সম্ভব।