বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ১৩:৩৩

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তি এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছেন বিজিবি সদস্যরা। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় আজ ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তি এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ সোমবার ভোরে বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানিক দল ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় অভিযানকালে এসব মালামাল জব্দ করে।  

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টায় দিকে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি বিশেষ দল সীমান্তবর্তী শশীদল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ গাড়িসহ বিপুল পরিমান ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়ির বাজার মূল্য আনুমানিক প্রায় তিনকোটি টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।