বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ১৩:২২

দুর্যোগ ও প্রশমন দিবসে লক্ষ্মীপুরে র‌্যালি ও সভা

দুর্যেোগ ও প্রশমন দিবসে জেলা প্রশসাক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকালে জেলা প্রশসাক কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা হয়। 

এ সময় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসাসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।