বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ১০:৪০

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ৮ জনের কারাদণ্ড 

৮ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।  ছবি: বাসস

চাঁদপুর, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। এর মধ্যে ৮ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনাকারী হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ.বি.এম. আশরাফুল হক বলেন, গতকাল রোববার (১২ অক্টোবর) বিকেল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় হাইমচর উপজেলার বারতহবিল সংলগ্ন এলাকায় অবৈধভাবে ইলিশ শিকার করছিল জেলেরা। অভিযানিক দল জেলেদের ধাওয়া করে তাৎক্ষণিক ১১ জনকে আটক করে। এছাড়াও ওই বোট থেকে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে । জব্দকৃত জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

পরবর্তীতে কোস্ট গার্ড নয়ানী আউটপোস্টে হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ১১ জন জেলের মধ্যে ৮ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদন্ড প্রদান করেন। অপ্রাপ্ত বয়স্ক ৩ জনকে মুচলেকা দিয়ে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড  হাইমচর নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেনের নেতৃত্বে কোস্ট গার্ড সদস্যদের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন