বাসস
  ০৭ অক্টোবর ২০২৫, ১৩:৩৫

মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে একই স্থানে শেষ হয় ।ছবি: বাসস

মেহেরপুর, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আশাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালাম।

জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার মনসুর আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ সারথি শীল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ইনজামামুল হক, পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি রফিকুল আলম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক প্রমুখ।

আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে একই স্থানে শেষ হয় ।