শিরোনাম
ঝিনাইদহ, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।
মহেশপুর উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহ কেবল মেয়েদের শিক্ষাজীবন ধ্বংস করে না বরং পারিবারিক অশান্তি ও মানসিক সংকট তৈরি করে, যা আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এসব প্রতিরোধে সামাজিক সচেতনতার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরী।
আলোচনায় আরও বলা হয়, শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে এবং পরিবারগুলোকে বোঝাতে হবে যে অল্প বয়সে বিয়ে কোনো সমাধান নয় বরং সমস্যা সৃষ্টি করে।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন।