বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৩

রাঙ্গামাটিতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

উপসহকারী কৃষি কর্মকর্তাদের বাংলাদেশে কীটনাশক ঝুঁকি হ্রাস" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা । ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় আজ তিন পার্বত্য জেলার উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে দু’দিনব্যাপী বাংলাদেশে কীটনাশক ঝুঁকি হ্রাস" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা আঞ্চলিক কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. নাসিম হায়দার।

প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার ছিলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদরোগত্ত্ব বিভাগের অধ্যাপক আবু নোমান ফরুক আহমেদ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বলেন, কৃষিক্ষেত্রে পার্বত্য এলাকা অনেক সম্ভাবনাময় একটি অঞ্চল। প্রশিক্ষণ থেকে শিক্ষা নিয়ে তা পাহাড়ের মাঠ পর্যায়ে প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে।

বাংলাদেশের পোকামাড় ও রোগের মাঠ নির্ণয় এবং জৈবিক সমন্বিত ব্যবস্থাপনা" কিভাবে করা যায় এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে তা মাঠ পর্যায়ে কাজে লাগানোর আহবান জানান তিনি। 

এ প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন। আগামীকাল ১৯ সেপ্টেম্বর প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।