শিরোনাম
গাইবান্ধা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় ১০ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার গভীর রাত থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। একটি কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ায় এই অচলাবস্থায় সৃষ্টি হয়।
মঙ্গলবার দুপুরে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী কমিউটার ট্রেন ‘পদ্মরাগ’ পীরগাছা স্টেশনে ঢুকে। এসময় বিপরীত দিক থেকে আসা সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’কে পথ করে দিতে ট্রেনটিকে লুপ লাইনে নেওয়া হয়।
পরে মূল লাইনে ফেরার সময় পদ্মরাগের ছয়টি বগি লাইনচ্যুত হয়। এতে সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
গাইবান্ধা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবুল কাশেম জানান, ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন রুটের বেশ কয়েকটি ট্রেন, যেমন: নলডাঙ্গা, বামনডাঙ্গা ও চৌধুরানী স্টেশনে আটকা পড়ে। একইসঙ্গে গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট ও দিনাজপুরসহ উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
লালমনিরহাট থেকে আসা উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগিগুলো লাইনে ফিরিয়ে আনার পর মঙ্গলবার রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণ জানতে লালমনিরহাট ডিভিশনের পরিবহন ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, দুর্ঘটনার পরই উপজেলা প্রশাসন রেলওয়েকে সঙ্গে নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম জানান, এই ঘটনায় যারই গাফিলতি থাকুক, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।