বাসস
  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫

চুয়াডাঙ্গায় পরিবেশগত সমস্যা উত্তরণে সভা 

পরিবেশ দূষণ রোধে চুয়াডাঙ্গায় পরিবেশগত মৌলিক সমস্যা উত্তরণে করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত । ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চুয়াডাঙ্গা জেলায় পরিবেশগত সমস্যা দিন দিন বেড়েই চলেছে। ইটভাটার ক্ষতিকর ধোঁয়া, ক্লিনিকাল বর্জ্য, গাড়ির কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ অসহনীয় পর্যায়ে। 

তাই পরিবেশ দূষণ রোধে চুয়াডাঙ্গায় পরিবেশগত মৌলিক সমস্যা উত্তরণে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

চুয়াডাঙ্গা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস কি নোট উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবেশের বিভিন্ন ক্ষতিকর দিক থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সে বিষয়ে মতামত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব আলম, জেলা দোকান মালিক সমিতির আহবায়ক মনজুরুল আলম মালিক লার্জ, ইট ভাটা মালিক সমিতির সভাপতি খাজা নাসির উদ্দীন শান্তি প্রমুখ।