বাসস
  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬

বগুড়ায় মাদকসহ দুই কারবারি আটক 

দুই মাদক কারবারি আটক । ছবি: বাসস

বগুড়া, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় দুই কারবারিকে আটক করা হয়। 

মঙ্গলবার বিকেলে শহরের চকসূত্রাপুর এলাকার বাশফোঁড় কলোনিতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনীর দল।

আটকরা হলেন, বাশফোঁড় কলোনির হরিজন রনি (৩৫) ও হরিজন শান্ত (২৫)। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পরে তালা ভেঙে ঘর ১৬৬ বোতল কেরু মদ, ৩০ বোতল দেশীয় মদ ও ৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তারা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।