শিরোনাম
খুলনা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কয়রা উপকূলীয় বেষ্টনী মজবুত করতে ও প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণ অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার স্থানীয় ঘুগরাকাটি সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এই অভিযানের লক্ষ্য নদী ভাঙন রোধ, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখা।
শামসুর রহমান ফাউন্ডেশন ও সিরাতুল হুদা ট্রাস্টের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সিরাতুল হুদা ট্রাস্ট ও শামসুর রহমান ফাউন্ডেশনের পরিচালক মো. সোহেল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনার সিনিয়র জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাও. গোলাম সরোয়ার।
বিশেষ অতিথি ছিলেন, কয়রা উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, জামায়াত নেতা ও সমাজসেবক মো. সালাউদ্দিন, সহকারী অধ্যাপক শরিফুল আযম, ইয়াসিন আরাফাত ও আশরাফুল আলম, জিএম আলাউদ্দীন।
শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মো. তামিম রায়হান, সেক্রেটারি আল মামুনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির কয়েকশ গাছ বিতরণ করা হয়।