শিরোনাম
বাগেরহাট, ১৫ সেপ্টেম্বর ২০২৫(বাসস): পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চর এলাকায় সাগরে সাঁতার কাটার সময় নিখোঁজ মাহিদ আব্দুল্লার (১৪) মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩ টার দিকে পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চরের দক্ষিণ পাশে সাগরে ভাসমান অবস্থায় বনবিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা তাকে উদ্ধার করে।
জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে কচিখালী ডিমের চর সংলগ্ন সাগরে সাঁতার কাটতে গিয়ে ঢেউয়ের স্রোতে ভেসে যায় মাহিদ। তারপর থেকেই বনবিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।
নিহত মাহিদ আব্দুল্লাহ ঢাকার মিরপুর ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. শেখ সুলতান মাহমুদ আসাদের পুত্র। তারা মোহাম্মদপুর শেখের টেকের বাসিন্দা।
সুলতান মাহমুদ নিজ স্ত্রী ও চার পুত্রসহ ঢাকার বিভিন্ন স্থানের ৭৫ জনের একটি পর্যটক দল নিয়ে দি এক্সপ্লোরার নামের পর্যটক লঞ্চে করে গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা স্টেশন অফিসের অনুমতি নিয়ে বনে প্রবেশ করেন। গত ১৩ সেপ্টেম্বর শনিবার সকালে কচিখালী ডিমের চর সংলগ্ন সাগরে পর্যটক দলের অন্যান্যদের সাথে সাঁতার কাটতে নামে মাহিদ। সে সময় হঠাৎ ঢেউয়ের তোড়ে কিশোর মাহিদ ভেসে যায়।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নিখোঁজ কিশোর পর্যটকের মরদেহটি উদ্ধার করা হয়েছে। কোস্টর্গাড পশ্চিম জোনের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। তারা আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেবে।