বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৪

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত

নিহত অটোরিকশার চালক হাসান। ফাইল ছবি

লক্ষ্মীপুর,১৩ সেপ্টেম্বর,২০২৫(বাসস):জেলায় দুটি  সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫জন আহত হয়েছে।

নিহত অটোরিকশার চালক হাসান(৩০)। তিনি রামগতি উপজেলার সবুজ গ্রামের নুর সোলাইমান হোসেনের ছেলে। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কমলনগর উপকূল সরকারী কলেজের সামনে অটোরিকশা দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি চালক হাসানসহ ৬জন আহত হয়। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আজ শনিবার ভোররাতে হাসপাতালে মারা যান তিনি। এছাড়া অন্য আহতরা সদর হাসপাতাল ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাজিরহাট থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন অটোরিকশা চালক হাসান। অটোরিকশাটি উপকূল সরকারী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা অপর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় হাসানসহ ৬জন আহত হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি  সিএনজি চালিত অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষে চালক হাসান নিহত হয়েছে। আরো কয়েকজন আহত হয়। এ বিষয়ে মামলার প্রস্তুুতি চলছে।