শিরোনাম
সুনামগঞ্জ, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের খাদ্য গুদামের সামনে সিলেট—সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় জগন্নাথপুরগামী মোটরসাইকেল আরোহীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সুনামগঞ্জগামী একটি প্রাইভেটকারের।
নিহতরা হলো,দোয়ারাবাজার থানার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো.জুয়েল মিয়া নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হন। অপরজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি সুনামগঞ্জ পৌরশহরের হাসননগর ময়নার পয়েন্টের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী।