বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

সাতক্ষীরা, ১০ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : জেলার মথুরাপুর বাইপাস মোড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেলিম হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম হোসেন যশোর পৌর শহরের বাসিন্দা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে শহরের বাইপাস সড়কের মথুরাপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেলিম হোসেন নামের ওই যুবক নিহত হন। এসময় আহত হন আরো দুই জন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতরা চিকিৎসাধীন রয়েছেন।