বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১

ফেনীতে তিন মাদক কারবারির কারাদণ্ড

৩ মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

ফেনী, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফেনীতে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সহকারি কমিশনার জিমরান মোহাম্মদ সায়েক আদালত পরিচালনা করে তাদের সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, লক্ষীপুরের আবদুল মালেকের ছেলে মো: সেকান্দর (৩৭), নারায়নগঞ্জের মুনাফ মোল্লার ছেলে আবুল হোসেন (৪৮) ও শান্তি কোম্পানি রোডের শাহাজানের ছেলে আলী আজগর (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার জিমরান মোহাম্মদ সায়েকের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে গাঁজাসহ আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাদের ৭ দিন করে কারাদণ্ড দেয় ও জরিমানা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া জানান, কারাদণ্ড প্রাপ্তরা দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত রয়েছে বলে স্বীকার করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক বজলুর রহমান জানান, মাদক নিয়ন্ত্রণে জেলাব্যাপী মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।