বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতিমূলক সভা

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত । ছবি: বাসস

চাঁদপুর, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সভায় তিনি বলেন, দুর্গাপূজা উৎসব নির্বিঘ্নে পালন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রতিটি মণ্ডপে নিজেদের স্বেচ্ছাসেবক টিমকে শক্তিশালী করতে হবে। মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। 

জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটা মণ্ডপের তালিকা প্রশাসনের কাছে দিয়ে দিতে হবে। ফায়ার সার্ভিসের কোনো সদস্যের ছুটি নেই, তারা সবসময় সর্তক থাকবে।

এলাকাভিত্তিক প্রশাসনের প্রয়োজনীয় মোবাইল নম্বর প্রশাসনের কাছে দিতে হবে। রাত ৮টার মধ্যে দেবী বিসর্জন শেষ করতে হবে। রাতে মণ্ডপ খালি রেখে যাওয়া যাবে না।

প্রশাসনের লোকজন ছাড়াও নিজেদের লোকজন রাখতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌপুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া। 

এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জামায়াতে ইসলামী জেলার আমীর মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজি, সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়াসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবার জেলায় ২২৪টি পূজামণ্ডপে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।