বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬

পটুয়াখালীতে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা

ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

পটুয়াখালী, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কলাপাড়ায় ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে মো. আরিফ নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মো. আরিফ স্থানীয় মাটি কাটার ব্যবসায়ী।

সোমবার বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর সান ব্রিকস এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক।

জানা যায়, হাজিপুর এলাকার বিস্তীর্ণ ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক্টরে করে ইটভাটায় নেওয়া হচ্ছিল। এতে উর্বর জমি নষ্ট হয়ে তৈরি হচ্ছে বিশাল গর্ত। সরকারি আইন অনুযায়ী, কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বেশিরভাগ ইটভাটা মালিক এ আইন মানছেন না বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, অবৈধভাবে মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।