বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৮

বগুড়ায় তেলের পাম্পে মিলল কর্মচারীর রক্তাক্ত মরদেহ

বগুড়া শহরের একটি ফিলিং স্টেশন থেকে কর্মচারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  ছবি: বাসস

বগুড়া, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বগুড়া শহরের একটি ফিলিং স্টেশন থেকে মো. হেলাল (৩৫) নামের এক কর্মচারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

আজ রোববার দত্তবাড়ীর শতাব্দী ফিলিং স্টেশনের অফিসের ভেতরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মো. হেলাল সিরাজগঞ্জের সদরের পিপুলবাড়িয়া এলাকার বাসিন্দা। বর্তমানে বগুড়া শহরের কাটনারপাড়ায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। ওই ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

নিহতের ছোট বোন সাদিয়া জানান, আমার ভাইকে খুন করা হয়েছে। খবর পেয়ে পাম্পে এসেছি। এখনও লাশ দেখতে পাইনি।

বগুড়া সদর থানার এসআই নুরুজ্জামান মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল ঘিরে রেখেছি। ক্রাইম সিন ইউনিটের সদস্যরা এসে মরদেহ পর্যবেক্ষণ করবেন।