শিরোনাম
রংপুর, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রংপুরের পীরগাছায় অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার কান্দি কাবিলা পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পীরগাছা থানার এসআই মো. শফিক।
আটককৃতরা হলেন, কান্দি কাবিলা পাড়ার মমিনা বেগম (৫০) ও মনির হোসেন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে পুলিশ মমিনা ও মনিরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা হয়ে আসছিল। মাদক কারবারিদের কারণে এলাকাবাসী চরমভাবে ভুক্তভোগী ছিল। পুলিশের অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।