বাসস
  ২১ মে ২০২৫, ১৫:১৮

সুনামগঞ্জে শব্দ দূষণের দায়ে ৪ যানবাহনকে জরিমানা

ছবি : বাসস

সুনামগঞ্জ, ২১ মে, ২০২৫ (বাসস) : জেলায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে যান বাহন চালানোর দায়ে ৪ যানবাহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার দুপুর ১২ টার দিকে সুনামগঞ্জ -সিলেট সড়কে ইকবাল নগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার মেহেদী হাসান হৃদয়।

সূত্র জানায়, দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প" এর আওতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ  উদ্যোগে সুনামগঞ্জ- সিলেট সড়কের ইকবালনগরে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শব্দ দূষণ বিরোধী ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ৪ টি যানবাহনকে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। অভিযানে ৫ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।  

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের  সহকারী  পরিচালক মো. মোহাইমিনুল হক, বিআরটির সহকারী মোটরযান পরিদর্শক  দেলোয়ার হোসেন ও সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় বিভিন্ন যাত্রীবাহী পরিবহনে শব্দদূষণ বিরোধী ও হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে সচেতনতামূলক স্টিকার দেয়া হয়।