শিরোনাম
সিলেট, ৫ মে, ২০২৫ (বাসস) : ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যুত্থানে সিলেট জেলার শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জেলা পরিষদ।
আজ সোমবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে নিজস্ব তহবিল থেকে প্রত্যেক শহিদ পরিবারকে দুই লাখ টাকার চেক প্রদান করে জেলা পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, ‘বিপ্লবী আর অবিপ্লবীদের সম্মান কখনো এক হতে পারে না। নিজের সন্তান হত্যা কোনো রাষ্ট্র ও সরকারের কাজ হতে পারে না। জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেট তাদের বিরুদ্ধে ব্যবহার মানবাধিকার পরিপন্থী।’
তিনি বলেন, বিগত সময়ে পুরোপুরি রাষ্ট্র এবং সরকার ব্যবস্থাকে একটি পরিবার ও কতিপয় সু্বধিাভোগী কুক্ষিগত করে রেখেছিল।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদের প্রশাসক দেবজিৎ সিংহের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার-উজ-জামান, সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মমিনুল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।
এ সময় স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ।
অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর), ঢাকা দক্ষিণের শহীদ পাবেল আহমদ কামরুলের বড় ভাই পিপলু আহমদ ও গোয়াইনঘাটের সিয়াম আহমদ রাহিমের বাবা।