বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৮

নাটোরে তাল বীজ রোপণ কর্মসূচি

ছবি: বাসস

নাটোর, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে জেলার বড়াইগ্রাম এবং গুরুদাসপুর উপজেলায় ২০ হাজার তাল বীজ রোপণ করা হচ্ছে। 

আজ শুক্রবার সকাল নয়টায় গুরুদাসপুর পৌরসভা প্রাঙ্গণে এই কর্মসূচির সূচনা করেন জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম।

পরে বনপাড়া পৌরসভা প্রাঙ্গণে এই কর্মসূচীর সূচনা করা হয়। জামায়াতে ইসলামী গুরুদাসপুর উপজেলা শাখা এবং বড়াইগ্রাম উপজেলা শাখা যুগপৎভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। সপ্তাহ ব্যাপী কর্মসূচির আওতায় দুইটি উপজেলার ১৩টি ইউনিয়ন এবং তিনটি পৌরসভা এলাকায় দুই হাজার করে তাল বীজ রোপণ করা হবে।