বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪০

মুন্সীগঞ্জ পৌরসভায় ১৩ টি উন্নয়ন প্রকল্প গ্রহণ

ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জ পৌরসভায় আইইউজিআইপি প্রকল্পের আওতায় ১২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে  ১৩টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

মুন্সীগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের  ২০২৪-২০২৫অর্থ বছরের ৩ নং প্যাকেজের  আওতায় ১২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে  ১৩ টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। 

প্রকল্প সমূহের মধ্যে রয়েছে বিভিন্ন রাস্তার বিটুমিনাস কার্পেটিং ,আরসিসি রাস্তা নির্মাণ ও সংস্কার , টপ স্লাব নির্মাণ ,আরসিসি ড্রেন এবং ঘাটলা নির্মাণ। মুন্সীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন জানান ১৩ টি প্রকল্পের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক হতে হাটলক্ষীগঞ্জ মসজিদ পর্যন্ত রাস্তা , জেলা পরিষদ হতে কাটাখালী বাজার পর্যন্ত রাস্তা , বৈখর স্কুল হতে বিলের কানি মসজিদ পর্যন্ত রাস্তা , গণকপাড়া মিলন ক্লাব হতে হাসপাতাল রোড পর্যন্ত রাস্তা , মানিক বেপারীর ঘাট হতে ফরাজী বাড়ী ঘাট পর্যন্ত রাস্তা , সুলতান কাউন্সিলের বাড়ী হতে আমির মোল্লার বাড়ী পর্যন্ত রাস্তা ,মুন্সীরহাট ইসলামী ব্যাংক হতে খোকা সাহেবের বাড়ি পর্যন্ত রাস্তা , মুন্সীগঞ্জ সুপার মার্কেট হতে পতাকা ৭১ পর্যন্ত রাস্তার উন্নয়ন এবং রাস্তার পাশে আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। 

মুন্সীগঞ্জ পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, প্যাকেজ - ৩ এর প্রকল্পগুলো স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ঢাকাস্থ প্রজেক্ট অফিস দরপত্র আহ্বান করে মূল্যায়ন করছে। আগামী ১ মাসের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে। এ সব উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত হলে মুন্সীগঞ্জ পৌরসভার সড়ক পথের উন্নয়ন  এবং জলাবদ্ধতা দূর হবে।