শিরোনাম
যশোর, ৫ মে, ২০২৫ (বাসস) : যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরালী এলাকার একটি ভাড়া বাসা থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাতে ঐ সাত নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাদের যশোর আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতার হওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা হলেন- শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান (৬০), ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন আলম (৪০), ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন (৪৪), শার্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য আবদুল খালেক (৫৪), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী আক্তারুজ্জামান (৫৪), ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হায়দার আলী (৩৭) ও শার্শা উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাহেব আলী (৫৫)।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, গ্রেফতার সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে শার্শা ও ঝিকরগাছা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা আছে।
বাবলুর রহমান আরও বলেন, ৫ আগস্টের পর থেকে গ্রেফতার এড়াতে ঝিকরগাছার হাজিরালী এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আত্মগোপন করে ছিলেন এ সাতজন।
গোপন তথ্যের ভিত্তিতে ঝিকরগাছা থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।