বাসস
  ৩০ নভেম্বর ২০২২, ১৮:০২

লালমনিরহাটে বিজিবি’র মতবিনিময় সভা ও মেডিকেল ক্যাম্পেইন

লালমনিরহাট, ৩০ নভেম্বর, ২০২২ (বাসস): জেলার পাটগ্রাম উপজেলায় আজ ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়ন-২ এর আয়োজনে মতবিনিময় সভা ও সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে পাটগ্রাম উপজেলার খারিজা জোংড়া বিওপি ক্যাম্পে তিস্তা ব্যাটালিয়ন-২ এর আয়োজনে এক মতবিনিময় সভা ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তিস্তা ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন প্রমুখ।
এছাড়া, একই সময়ে স্থানীয় জনসাধারণের গৃহপালিত 'পশু' চিকিৎসার নিমিত্তে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়