বাসস
  ১৫ আগস্ট ২০২২, ১৬:৪৮
আপডেট  : ১৫ আগস্ট ২০২২, ১৮:৩৮

নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

নোয়াখালী, ১৫ আগস্ট, ২০২২ (বাসস): জেলার সুবর্ণচরে আজ বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো দু’জন কৃষক গুরুতর আহত হন। 
নিহত কৃষকের নাম  মো.নজরুল ইসলাম (২৫)। তিনি উপজেলার চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের আবদুল মালেক ওরফে মানিকের  ছেলে।  আহত ব্যক্তিরা হচ্ছেন- একই গ্রামের  মো.হারুন (৩৫) ও মাসুদ (২৮)। স্থানীয়দের সহায়তায় আহতদের  নোয়াখালী সদরের একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।  
সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ২নম্বর চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, আজ সকাল ১১ টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামের একটি জমিতে তিনজন কৃষক ধানের চারা রোপণ করছিলেন। ওই সময় বজ্রপাতে তিনজন কৃষক আহত হন। এর মধ্যে মো. নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়