বাসস
  ১৩ আগস্ট ২০২২, ১৪:০৪

ভোলায় উপকূলীয় মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে মানববন্ধন

ভোলা, ১৩ আগস্ট, ২০২২ (বাসস) : জেলার উপজেলা সদরে আজ উপকূলীয় সকল মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে মানববন্ধনের আয়োজন  করা হয় । ‘বিনামূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি আমার অধিকার’ এ স্লোগান নিয়ে বেলা সাড়ে ১১ টায় ভোলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কোষ্ট ফাউন্ডেশন।
কোষ্ট ফাউন্ডেশনের জেলা সহকারী পরিচালক রাশেদা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা সরকারি কলেজের ভূগল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর আলম, জেলা নাগরিক অধিকার পরিষদের সহ-সভাপতি মামুন অর রশীদ, ইউত পাওয়ার ইন বাংলাদেশ’র সভাপতি আদিল হোসেন তপু, সহ-সভাপতি মাইনুল হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলবর্তী ১৯টি জেলায় প্রায় ৩ কোটি ৯০ লাখ মানুষের বসবাস। এসব অঞ্চলে সুপেয় পানির পর্যাপ্ত সংকট রয়েছে। যদিও সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু যা যথেষ্ট নয়। তাই সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে উপকূলীয় এলাকায় সুপেয় পানি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়