বাসস
  ১৪ জুন ২০২২, ২০:৩২

ঝিনাইদহে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহ, ১৪ জুন, ২০২২ (বাসস) : জেলায় আজ ২০২১-২২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার-বীজসহ উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে চারশ’ জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়। 
অনুষ্ঠানে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, প্রশিক্ষণ কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা জুনাইদ হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার চারশ’জন কৃষকের মাঝে জনপ্রতি এককেজি হাইব্রীড জাতের পেঁয়াজ বীজ, ২০ কেজি রাসায়নিক সারসহ কীট ও বালাইনাশক প্রদাণ করা হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়