বাসস
  ০৫ জুন ২০২২, ১৩:১৮

কুমিল্লার লালমাইয়ে কফি ও কাজুবাদাম চাষ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লা (দক্ষিণ), ৫ জুন, ২০২২ (বাসস) : জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে কাজু বাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলার লালমাইয়ে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার উপ-পরিচালক মো. মিজানুর রহমান, লালমাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা জুনায়েদ কবির খাঁন ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবির।
উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবির খাঁন বাসসকে বলেন, কর্মশালায় কাজু বাদাম ও কফি চাষের গুরুত্ব, উপযোগীতা, চাষ পদ্ধতি, জমি নির্বাচন, সার ও বালাই ব্যবস্থাপনা, বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে সহজ ও প্রাঞ্জল ভাষায় বিস্তারিতভাবে কৃষি প্রশিক্ষণার্থীদের সামনে উপস্থাপন করা হয়।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়