বাসস
  ২১ মে ২০২২, ১৫:৪৮

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ ২

মুন্সীগঞ্জ, ২১ মে, ২০২২ (বাসস) : জেলার লৌহজং টার্নিংয়ের কাছে ঝড়ের কবলে পড়ে পদ্মা নদীতে আজ সকালে ১৫ আরোহীসহ ধানভর্তি ট্রলার ডুবিতে দুইজন কৃষাণ নিখোঁজ রয়েছে। 
তারা মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে ধান কেটে কৃষাণের ভাগের প্রায় ১৫০ মণ ধানসহ বাড়ি ফিরছিলেন। শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে তাদের ট্রলার মাঝ নদীতে লৌহজং টার্নিংয়ের কাছে ডুবে যায়। এই সময় ভেসে থাকা ১৩ কৃষাণকে আশাপাশের নৌযান উদ্ধার করে তীরে নিয়ে আসে। তবে মাদারীপুরের শিবচর উপজেলার রাজারচরের হেলাল ফকির (৫০) ও আলো ফকির (৬০) খোঁজ পাওয়া যাচ্ছে না। 
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আওয়াল জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও ডুবুরি তলব করা হয়েছে। এছাড়াও স্থানীয়ভাবে নিখোঁজদের সন্ধান চলছে। কোস্টগার্ডের টহল টিম পদ্মায় দুর্ঘটনাস্থল চিহ্নিত করার চেষ্টা করছে।
তিনি জানান, কৃষাণরা ভাড়া ট্রলারে করে পদ্মা পার হচ্ছিলেন। তবে উত্তাল পদ্মায় ট্রলার চলাচল নিষিদ্ধ থাকলেও কেন চলচল করছিল সে ব্যাপারেও পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়