বাসস
  ০৪ এপ্রিল ২০২২, ১৭:৪৬

যশোরের কেশবপুরে সড়কের পাশে রোপণ হচ্ছে তিনহাজার সজিনা গাছ

যশোর, ৪ এপ্রিল ২০২২ (বাসস): জেলার কেশবপুর উপজেলায় পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে সড়কের পাশে রোপণ হচ্ছে তিনহাজার সজিনার কান্ড (কার্টিং)। উপজেলার চাঁদড়া থেকে চিংড়া বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের পাশে এডিপির অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সজিনার কান্ড (কার্টিং) লাগানোর কার্যক্রম চলছে।
আজ সোমবার কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন চিংড়া সড়কের পাশে সজিনার কান্ড (কাটিং) রোপণ কার্যক্রম উদ্বোধন করেন। 
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলিমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  
উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার জানান, পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করতে সড়কের পাশে প্রায় তিনহাজার সজিনার কান্ড (কার্টিং) রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রথমদিনে শতাধিক কান্ড (কার্টিং) রোপণ করা হয়। সড়কের পাশে যে কৃষকের সীমানায় এসব সজিনা গাছ লাগানো হয়েছে তিনিই তা খাবেন এবং দেখাশোনা করবেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়