শিরোনাম

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ২৭তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স আয়োজনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সম্প্রতি নিয়োগপ্রাপ্ত যে সকল কর্মকর্তা এখনও এই প্রশিক্ষণ গ্রহণ করেননি, জরুরি ভিত্তিতে তাদের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের প্রশিক্ষণ শাখা থেকে গতকাল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
সহকারী পরিচালক এস.এম. সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, ২০০৫ সালের ২৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে গত ১৮ ডিসেম্বর নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য আগামীকাল ১ ফেব্রুয়ারি সকাল ১১টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মে (https://forms.gle/JJnN9RjCPITAL5xB7 পাঠাতে হবে।
এতে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৮ ডিসেম্বর ৬৩৭ সংখ্যক প্রজ্ঞাপনমূলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ১ম পর্যায়ে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, যারা এখনো বুনিয়াদি প্রশিক্ষণ পাননি। দেশের সকল সরকারি কলেজের অধ্যক্ষদের তাদের প্রতিষ্ঠানে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য যথাসময়ে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।
মাউশি জানিয়েছে, ক্যাডার কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সরকারি কর্মপদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা দিতেই এই বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন।
উল্লেখ্য, দীর্ঘ আইনি জটিলতা নিরসন শেষে সম্প্রতি ২৭তম বিসিএস-এর এই সংখ্যক প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।