বাসস
  ২৪ জানুয়ারি ২০২২, ১৮:১০

ভোলায় রাইস ট্রান্সপ্লান্টার-এর মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন

ভোলা, ২৪ জানুয়ারি ২০২২ (বাসস) : জেলায় আজ অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্ট মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাসান ওয়ারেসুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ হাজী, সদর উপজেলা কৃষি অফিসার মো. রিয়াজউদ্দিন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমদাত হোসেন কবির প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, সনাতন পদ্ধতিতে এক একর জমিতে ধানের চারা রোপণে খরচ পড়ে ১০হাজার টাকা। আর যান্ত্রিক পদ্ধতিতে ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিনের মাধ্যমে খরচ হবে আড়াইহাজার টাকা। এছাড়া এক একর জমিতে ধানের চারা রোপণে দিনে ২০ জন শ্রমিক লাগলেও রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে লাগবে একঘন্টা সময়।
তিনি জানান, জেলায় এবার প্রথমবারের মতো রাইস ট্রান্সপ্লান্ট-এর সহায়তায় ধানের চারা রোপণ শুরু হয়েছে। সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি গ্রামের একশ’জন কৃষক একত্রিত হয়ে সমবায় ভিত্তিতে সমালয় পদ্ধতিতে ৫০ একর জমিতে বোরো ধান আবাদের উদ্যেগ নিয়েছেন। প্রথম পর্যায়ে কৃষকদের কোন খরচ লাগছেনা। ধান, বীজসহ সকল খরচ সরকার বহন করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়