বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১৪:০৮

আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও ৩ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

ছবি : বাসস

খুলনা, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চারুশিল্পীদের স্বাধীন, সৃজনশীল ও গতিশীল প্ল্যাটফর্ম আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ঘটেছে। একইসঙ্গে এ প্ল্যাটফর্মের আয়োজনে তিন দিনব্যাপী ‘শিল্পকর্ম প্রদর্শনী-২০২৬’ শুরু হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ছাড়া কোনো দেশ ও সমাজ কখনোই পূর্ণাঙ্গতা অর্জন করতে পারে না। একটি জাতির মনন ও মানবিক মূল্যবোধ গঠনে শিল্প-সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, উন্নয়ন শুধু অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নয়, শিল্পচর্চার অগ্রগতিও একটি জাতির উন্নয়নের অন্যতম সূচক। খুলনা বিশ্ববিদ্যালয়ে চারুকলার যে ধারাবাহিক শিল্পচর্চা গড়ে উঠেছে, তা এ অঞ্চলের জন্য গর্বের বিষয়।

তিনি আশা প্রকাশ করেন, সদ্য আত্মপ্রকাশ করা আর্ট সার্কেল খুলনা শিল্পীদের জন্য একটি কার্যকর ও সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে দেশের শিল্পচর্চায় ইতিবাচক অবদান রাখবে।

প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী প্রফেসর জামাল আহমেদ। তিনি বলেন, শিল্পকর্ম বোঝা সহজ বিষয় নয়। ছবি সত্যিকার অর্থে উপলব্ধি করতে হলে তা সরাসরি দেখতে হয়। প্রদর্শনীই শিল্পকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম। 

তিনি আরও বলেন, ড্রইং হলো শিল্পের ভিত্তি। ড্রইংয়ে দক্ষতা ছাড়া একজন শিল্পীর পক্ষে গভীর ও পরিপক্ব শিল্পচর্চায় পৌঁছানো সম্ভব নয়। এ ধরনের প্রদর্শনী শিল্পী ও দর্শকের মধ্যে সংযোগ তৈরি করে এবং শিল্পের ভাষা বোঝার সুযোগ করে দেয়।

আর্ট সার্কেল খুলনা’র প্রতিষ্ঠাতা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মো. তরিকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের প্রফেসর আনিসুজ্জামান আনিস ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলার ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন। স্বাগত বক্তব্য দেন আর্ট সার্কেল খুলনা’র শহিদুল ইসলাম সবুজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শাপলা সিংহ।

উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো ঘুরে দেখেন। প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্তের বরেণ্য শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পচর্চার প্রসার, নবীন ও প্রবীণ শিল্পীদের মধ্যে সৃজনশীল যোগাযোগ এবং দর্শকদের সঙ্গে শিল্পের সরাসরি সংযোগ তৈরিই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রদর্শনীতে অংশগ্রহণ ও দর্শনার্থীদের উপস্থিতি শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।