শিরোনাম

ভোলা, ২৯ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলার ৪টি আসনের প্রার্থীদের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন ও ভোলার উন্নয়নে আমাদের ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
জেলার স্বেচ্ছাসেবী সংস্থা কোস্ট ট্রাস্ট ও বনিকবার্তা পত্রিকা যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।
আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় ভোলার কোস্ট ট্রাস্ট সেন্টারে অনুষ্ঠিত এ সংলাপে ভোলার চারটি আসনের প্রার্থীরা তাদের বক্তব্যে ভোটারদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন এবং ভোটারদের কাছে তাদের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত সকলে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, বিশ্বমানের হাসপাতাল, মেডিকেল কলেজ, শিল্পজোন গড়ে তোলা ও ঘরে ঘরে গ্যাসলাইন সংযোগ দেয়াসহ মেরিন ড্রাইভ নির্মাণ এবং ভোলার নদী ভাঙনরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। এছাড়াও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয় হওয়ার পর শ্রতিশ্রুতি পূরণের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন সেসব কথা তুলে ধরেন প্রার্থীরা।
জাতীয় এ সংলাপে ভোলা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়দুর রহমান, এনপিপি দলের মিজানুর রহমান, ভোলা-২ আসনের বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহীম, জাতীয় পার্টির প্রার্থী মো. জাহাঙ্গীর আলম রিন্টু, ভোলা-৩ আসনের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী নিজামুল হক, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আবু তৈয়ব, ভোলা-৪ আসনের বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন।