বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৪১

টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে বিএনপির প্রচার সম্পাদক টুকুর মতবিনিময় 

ছবি: বাসস

টাঙ্গাইল, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, আপনারা সব সময় আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। যারা আমার পাশে থেকে সহযোগিতা করেন, সেই সকল সাংবাদিক ভাইদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের মাধ্যমেই দেশ ও জাতি সঠিক তথ্য জানতে পারে।

তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট কামনা করছি। ভাই হিসেবে সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে টুকু বলেন, আমরা একটি আধুনিক টাঙ্গাইল গড়তে চাই—যেখানে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং থাকবে না। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ ও সহাবস্থানের একটি টাঙ্গাইল গড়তে আপনাদের সহযোগিতা কামনা করছি।

এ সময় তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইল সফরে আসবেন। এদিন বিকেল ৪টায় টাঙ্গাইল দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। 

প্রোগ্রামে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সাংবাদিকদের জন্য কাজ করার ব্যাপারে আমি সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের ভোটে আমি নির্বাচিত হলে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সমাধানের চেষ্টা করবো। পাশাপাশি আপনাদের কাজের পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সবসময় পাশে থাকবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।