শিরোনাম

শেরপুর, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪২) মারা গেছেন।
গতকাল বুধবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে ইশতেহার মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
নিহত রেজাউল করিম শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার মাওলানা আব্দুল আজিজ। তিনি উপজেলার ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন।
এদিকে এ ঘটনার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইগাতী উপজেলা বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক চেয়ার বসতে না পেরে হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন এবং একজন মারা যান। তবে এ ঘটনায় কোনো পক্ষ থানায় মামলা দায়ের করেনি।