শিরোনাম

রাজশাহী, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারের অংশ হিসেবে, তার নিজ বিভাগ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখবেন।
এরই মধ্যে দুপুর ১টা ৫৩ মিনিটে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন।
তারেক রহমানের উপস্থিতির মধ্য দিয়ে শুরু হয় বহুল প্রতীক্ষিত এই জনসমাবেশের মূল কার্যক্রম।
জাতীয় পাতাকা ও বিএনপি’র দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এতে কোরআন তিলাওয়াত করেন ওয়ালিউল হক রানা।
তারেক রহমান মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে মাঠজুড়ে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
এ সময় করতালি, স্লোগান ও দলীয় পতাকা নেড়ে তারেক রহমানকে স্বাগত জানান তারা। পুরো সমাবেশ এলাকাটি মুহূর্তেই উৎসবমুখর হয়ে ওঠে।
এই সমাবেশে রাজশাহীসহ আরও তিন জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন।
সমাবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
এ সময় তিনি এই তিন জেলার মোট ১৩ জন এমপি প্রার্থীকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ ও এর আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে সমাবেশস্থল ও এর আশেপাশের এলাকা।
এই সমাবেশে আরও উপস্থিত রয়েছেন— বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুনুর রশীদ মামুন ও মহানগর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
রাজশাহীর সমাবেশ শেষ করে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। পথে বিকেলে নওগাঁর এটিএম মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।
এই সভায় নওগাঁ ছাড়াও জয়পুরহাট জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।
এরপর সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠের সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। রাতে বগুড়ায় অবস্থান শেষে শুক্রবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি।
পরে রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন।
জানা গেছে, শুক্রবার রাতেও বগুড়ায় অবস্থান করবেন তারেক রহমান।
শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার পর শনিবার রাতেই তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।