বাসস
  ২৯ জানুয়ারি ২০২৬, ১৪:৪১

বান্দরবানে দুর্গম পাহাড়ি এলাকায় সাচিংপ্রু জেরীর ব্যাপক প্রচারণা

ছবি : বাসস

বান্দরবান, ২৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ নম্বর সংসদীয় আসনে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী বান্দরবানের লামায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী তিনি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন ও সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি ও জনবহুল এলাকায় প্রচারণা চালিয়েছেন।

পথসভা, গণসংযোগ ও বাজার সভার মাধ্যমে পরিচালিত এ প্রচারণাকালে সাচিংপ্রু জেরী মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

মতবিনিময় সভায় তিনি বলেন, দুর্গম পাহাড়ি জনপদ দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচনে জয়ী হতে পারলে এসব এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

এ সময় বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, মো. আমির হোসেন, জেলা বিএনপির সদস্য থোয়াইনু অং চৌধুরীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।